বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

থানচিতে জিম্মি করে পর্যটকদের টাকা ও মোবাইল ছিনতাই 

থানচি (বান্দরবান) প্রতিনিধি 

থানচিতে জিম্মি করে পর্যটকদের টাকা ও মোবাইল ছিনতাই 

বান্দরবানের থানচিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যটকরা থানচি বাজার বিজিবি পোস্টে এসে পৌঁছায়। পরে গাইড ও পর্যটকরা জানান, থুইসাপাড়া হতে একজন স্থানীয় গাইড পর্যটকদের ভেলাখুম নিয়ে গেলে পাহাড় হতে ৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে জিম্মি করে। তারপর তাদের সঙ্গে থাকা টাকা, মোবাইল, ঘড়ি দিতে বলে। না দিলে তাদেরকে গুলি করবে বলে ভয় দেখায় সন্ত্রাসীরা। 

সশস্ত্র সন্ত্রাসীরা কেএনএফ এর মনোগ্রাম সম্বলিত ছাপা পোশাক পড়া ছিল বলে জানায়। তবে সন্ত্রাসী দলটি নিজেদেরকে আরাকান আর্মি বলে পরিচয় দিয়েছে বলে জানা যায়।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি থানচি এলাকায় থুইসা পাড়া রাজু খিয়াং কটেজ হতে ২২ জন পর্যটক, ১৮ জন পুরুষ ও ৪ জন মহিলা আমিয়াখুম হতে বেলাখুমে যান। 

ভেলাখুম নামক স্থানে ৭ জন অজ্ঞাত সন্ত্রাসী গ্রুপ তাদেরকে জিম্মি করে তাদের সঙ্গে থাকা নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫ টি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। 
এ নিয়ে ইউএনও মোহাম্মদ মানুন বলেন, ভুক্তভোগী পর্যটকরা অফিসে এসে অবগত করেছে। তাদের থানায় জানানো জন্য পরামর্শ দিয়েছি।

টিএইচ